ভোর ৫:০৭ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কৃষক লীগ মাঠে থাকবেঃ কৃষিবিদ সমীর চন্দ

ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কৃষক লীগ মাঠে থাকবেঃ কৃষিবিদ সমীর চন্দ
best hosting

best web hosting

host nil

Super fast cloud best web hosting

make money

best make money

মোঃ ইব্রাহিম হোসেনঃ কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কৃষক লীগ মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বলে জানিয়েছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকের সঙ্গে মাঠে আছে এবং থাকবে। ’

সোমবার (১লা মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার হরিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের এক একর জমির কেটে ফসল ঘরে তোলার সময় কৃষক লীগের সভাপতি এসব কথা বলেন।

নেত্রকোণা জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ ও সদস্য সচিব মো. আবু তাহেরের তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি পালিত হয়।

কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাঁকা ধান কাটা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘আজ মে দিবস এই দিনে শ্রমিকরা যে মহৎ উদ্দেশ্যে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই ধান কাটা উৎসব কর্মসূচি পালন করছি। কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ কৃষক লীগ কৃষকের পাশে থাকবে। ’

ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন- কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, অর্থ সম্পাদক মো. নাজির মিয়া, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
Email
Print
best hosting

best web hosting

best hosting

best web hosting

host nil

Super fast cloud best web hosting

make money

best make money