ভোর ৫:২৯ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মুন্সিগঞ্জ লৌহজং থানার ছায়ানীড় এর শুভ উদ্বোধন

মুন্সিগঞ্জ লৌহজং থানার ছায়ানীড় এর শুভ উদ্বোধন
best hosting

best web hosting

host nil

Super fast cloud best web hosting

make money

best make money

মতিউর রহমান রিয়াদ : মুন্সিগঞ্জ লৌহজং থানাকে আধুনিক থানা রূপান্তরিত করার লক্ষ্যে (১লা মে) সোমবার বেলা ১ টায় লৌহজং থানা প্রাঙ্গণে থানায় আগত সেবা প্রার্থীদের জন্য নির্মিত ঘর ছায়ানীড় (গোল ঘর) এবং মোটরযান রাখার জন্য আধুনিক গ্যারেজ এর উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম এবং মুন্সিগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী আমিনা রহমান মুন্নী। বাস্তবায়ন করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, সুমন দেব, মুন্সিগঞ্জ জেলা, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, আদিবুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, ইয়াসিনা ফেরদৌস, মুন্সিগঞ্জ জেলা, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল, মোহাম্মদ তোফায়েল হোসেন সরকার, মুন্সিগঞ্জ জেলা, সহকারী পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, লৌহজং উপজেলা নিবার্হী কর্মকর্তা, মো. আব্দুল আউয়াল সহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ ও লৌহজং অফিসারবৃন্দ প্রমুখ।

উদ্বোধন শেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Email
Print
best hosting

best web hosting

best hosting

best web hosting

host nil

Super fast cloud best web hosting

make money

best make money